-"উম, সামনের চুলগুলো একটু সরাবেন? ওগুলোর জন্য আপনাকে ভালো করে দেখতে পারছি না।" -"কী?",কনফিউজড আমি। কাছে এসে আমার চুল সরানোর জন্য হাত বাড়িয়েও থেমে গেলেন উনি। আবার হাসলাম আমি। ভুলেই গেছিলাম, বিনা নোটিশে ধরাছোঁয়ার ব্যাপারে তো নিষেধাজ্ঞা আরোপ করেছি। উনিও সেটা পালন করছেন। -"প্লিজ এভাবে তাকাবেন না, বিষয়টা অস্বস্তিকর।" -"আপনার সবকিছুতে এত নিষেধাজ্ঞা কেন!", বলে মুখ ঘুরিয়ে নিলেন উনি। আরো হাসি পাচ্ছে আমার। ... গল্পটা নাকি চন্দ্র নামের একটি মেয়ের প্রণয় কথন ?All Rights Reserved