বন্ধুর ফোনে গোলগাল চেহারার মেয়েটিকে প্রথম দেখেই মনে ধরে গল্প কথকের। বন্ধুদের সাথে বাজি ধরে মেয়েটার সাথে রিলেশনে জড়িয়ে পড়েন গল্প কথক। কালো-শ্যামলা মেয়েটিকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায় গল্প কথক। সেই থেকে প্রেমের শুরু। এরপর শুরু হয় প্রেমের সূচনা। প্রেম মায়া ভালোবাসা আদর সবকিছু মিলিয়ে দুজন দুজনকে পাওয়ার নেশায় আসক্ত হয়ে পরে পরস্পরের প্রেমে। তাদের জীবনে চলে আসে টুইংকেল। তারা সাধারণ প্রেমিক-প্রেমিকা থেকে হয়ে যায় টুইংকেলের বাবা মা। দুই পরিবারের লোকজন রিলেশন সম্পর্কে জানতে পেরে বিয়ের বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। এতে দুটো মানুষের ভালোবাসার চেয়ে দুই পরিবারের সিদ্ধান্ত বেশী প্রভাব ফেলে। আর তাতেই ঘটে সবচেয়ে বড় অঘটন। টুইংকেলের মা টুইংকেলের বাবাকে ছেড়ে চলে যায় চিরদিনের জন্য। সে হয়ে ওঠে অন্য কারো সন্তানের মা। এমন অসহিষ্ণু বিচ্ছেদের পরেও নAll Rights Reserved