ভালোবাসার অনেক দায়,
তবু, যদি আবার দেখা হয়ে যায়
মাঝসমুদ্রে, বাজপাখির মতো -
...
কিছু কবিতা, কিছু আজেবাজে লেখা, ইত্যাদি ইত্যাদি।
@AmbassadorsBengali-র প্রোফাইলটা খুঁজে পাওয়ার পর থেকেই মনটা উশখুশ করছিল, শেষ অব্দি হরিবোল বলে পোস্ট করেই দিলাম। অনেক পুরোনো লেখা, ঘুম না আসা লেখা, প্রেম কেটে যাওয়া লেখা, যদি পড়বেন ঠিক করেই থাকেন ভালো না লাগলে ক্ষমাঘেন্না করে মাপ করে দেবেন। তবু, অযাযিত ভাবেই আশা করছি একটু হলেও ভালো লাগবে।
Ever since I found that Wattpad has an official Ambassador's account for Bengali (@AmbassadorsBengali) I've been thinking about posting some of Bengali poems and writings, so here it is.