১। গত কয়দিন যাবত কোনোকিছু নিয়েই আমার আর মাথা ব্যথা হচ্ছে না। মনে হচ্ছে জীবনে আর কিছু করার নেই আমার। এখন যা করছি বা বলছি তা শুধুই সময় নষ্ট করতে। মৃত্যুর অপেক্ষায় আছি শুধু। মৃত্যু হলেই বোধ হয় একটু হাফ ছেড়ে বাঁচবো। আমি আফসান। রসায়ন নিয়ে অনার্স ৩য় বর্ষে পড়ছি। মোটামুটি মেধার মানুষ। বলা যায় যতটুকু পথ এসেছি পুরোটাই মা-বাবার কল্যাণে। দু'টো বোর্ড পরীক্ষায় রেজাল্ট জিপিএ-৫ থাকলেও কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া হয়নি আমার। তাই বাবার নিজের পছন্দমত একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলেন। মা-বাবা সারাজীবনই আমার জন্যে অনেক খেটেছেন। একমাত্র ছেলে বলে যখন যা দরকার ছিল সবই দিয়েছেন। মিথ্যা বলবো না...আমার বাবা বড়লোক মানুষ। নিজে কষ্ট করে বড় হয়েছেন। তাই ছেলেকে তিনি কোনো কষ্টই বুঝতে দিতে চাননি। আর মা আমার ছেলে বলতেই আত্মহারা। এই ২২ বছর বয়সে এসে এখনও আমাকে ঘুম থেকে তুলAll Rights Reserved