ধীরপায়ে সামনে এগিয়ে এলো বিস্ময়। আদ্রিকার খুব কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিসিয়ে বললো,
- 'আমার আকাশের একটুকরো নিজস্ব মেঘ।'
হঠাৎ কানের কাছে কারো আওয়াজে চমকে পিছনে তাকাতে গিয়েও থেমে গেলো আদ্রিকা। বিস্ময় তার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। এতোক্ষণের হারিয়ে যাওয়া ভয়টা আরো জেঁকে বসলো। শুকিয়ে যাওয়া গলা থেকে ফ্যাসফ্যাস আওয়াজ বের করে মৃদুস্বরে ডাকলো,
- ' বিস্ময় ভাই..'
সাদা শাড়ি নীল পাড়, নীল ব্লাউজ পরিহীতা সদ্য তরুনী। চুলগুলো খোঁপা বাঁধা, খোঁপায় বেলীফুলের গাজরা। কানে ঝুমকো, কপালে টিকলী, গলায় ঝুলছে লম্বা নেলকেস। দু'হাত ভর্তি কাঁচের চুড়ি। দেশাত্মবোধক গানের দলীয় নাচের একদম পারফেক্ট সাজসজ্জা। বিস্ময় তার হাতটা তুলে আদ্রিকার কানের ঝুমকোয় আঙ্গুল দিয়ে আস্তে করে টোকা দিতেই দুলতে শুরু করলো ঝুমকো।
দুলতে থাকা ঝুমকোর দিকে তাকিয়ে আদ্রিকার আরেকটু কাছে এসে বিস্ময় বললো,
- 'আজকে আবহাওয়াAll Rights Reserved