যা যার জন্য করি চুরি সেই বলে চোর! না.... না... যার ভয়ে দূরে পালাই তাই কিনা হলো আমার সাথে!?... কথায় আছে না? যার ভাগ্যে যা লেখা থাকে তার সাথে তো তা হবেই, না হলে এতো কিছু করার পর ও আমি কিনা শেষ রক্ষা করতে পারলাম না! হায় কপাল আমার! আচ্ছা কোনো কিছু করেই কি আমি এই বিয়ে থেকে মুক্তি পাবো না? এসব চিন্তা করতে করতে আমার মনে হলো আমি যে কেনো ওইদিন ওই ছেলের দেখা পেলাম আল্লাহ্ই জানে! আর কপাল আমার পালাতে ও গেলাম এই পাগলের সাথে! আরে আরে আপনারা এটা ভাববেন না যে আমি কাউকে ভালো বেশে পালিয়ে গিয়েছি। আমার পরিবার একটু ছিনেমার মতো হলেও তারা যদি শুনতো আমি পালিয়ে গিয়েছি তাহলে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতো; যাক বাবা,আপদ বিদায় হয়েছে, বাঁচা গেলো!কারণ আমি আমার পরিবারের গলার কাঁটা হয়ে আছি, না পারছে আমাকে ফেলে দিতে আর না পারছে গিলে ফেলতে। এখনো বুঝতে পারছেন না? তবে সবটা খুলে বলি, আমার নাম আ