"এক্সকিউজ মি মিস?" কারো একজনের ডাকে শ্রাবণ্য পিছনে ফিরে তাকালো। প্রায় ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার একটা সুদর্শন দানব শ্রাবণ্যর সামনে দাঁড়িয়ে। নিজের থেকে প্রায় ১০ ইঞ্চি বেশি লম্বা মানুষকে দানব ছাড়া আর কিছু ভাবতে ইচ্ছা হলো না শ্রাবণ্যর। শ্রাবণ্য সাবলীলভাবে বলল, "কিছু দরকার?"
........
সবুজ খামটার উপর কাঠগোলাপ স্কচটেপ দিয়ে আটকানো। খুলতেই আবিষ্কার করলো একটা বড় সড় চিঠি! আজকালকার যুগে কে এভাবে ওকে এতো বড় চিঠি লিখলো? ইশ্ কি সুন্দর হাতের লেখা! যার কিনা প্রতিটা অক্ষরেই আভিজাত্যের ছাপ! মিষ্টি একটা সুবাস আসছে চিঠি থেকে!
"শ্রাবণ্য বাস এসে গেছে, চলুন।" আবিরের ডাকে চিঠিটা তাড়াতাড়ি খামে ভরে ব্যাগে ঢুকিয়ে নিলো শ্রাবণ্য।