
ইন্সপেক্টর সেন এবং শর্মা বাবু ৩টে ঘটনা তদন্ত করতে আরম্ভ করেন। তারা কিছুতেই কোনো সমাধান খুঁজে না পেয়ে ঠিক করেন যে রঞ্জনকে সেই তদন্তের দায়িত্ব দেবেন। রঞ্জনকে দায়িত্ব যখন দেওয়া হয়, অদ্ভুত ভাবে অনেক সত্য খুঁজে বের হয়। এবং শেষে বেরোয় এক অজানা সত্য যেটার সাথে রিলেশন আছে সময়ের। কী সেই সত্য?All Rights Reserved
1 part