বাস্তবে ঘটা এক নির্মম সত্য ঘটনার অবলম্বনে লেখা গল্প 'ছন্নছাড়া'। গল্পটির সূচনা ঘটে দশ বছর বয়সী এক কিশোরী এবং তার মায়ের সংলাপ দিয়ে। কথার মাঝে অযথাই তার মা তাকে প্রহার করে। কোন এক অজানা কারণে তার মা তাকে অপছন্দ করতো। এক সময় তার মায়ের কারণেই তার সাথে ঘটে কিছু নির্মম ঘটনা। তার নামের সাথে যুক্ত হয় ধর্ষিতা শব্দটি। কী আজব তাই না? নিজের সন্তানের প্রতি জন্মদাত্রী মায়ের এত বিদ্বেষ কিসের? কিছু যেন একটা রহস্য থেকে যায়। অবশেষে কী হয়েছিলো কিশোরীর জীবনের পরিণতি?Creative Commons (CC) Attribution