1 part Ongoing সুস্মিতার সাথে সম্পর্কটা ভেঙ্গেই দিলাম। আর কোন উপায় ছিল না। হয়তো কাজটা অনেক নিষ্ঠ ুর মনে হতে পারে, কিন্তু আমি আর কি-ই বা করতে পারতাম? ওকে আমার আর সহ্য হয় না। ঘরের ভিতর যখন এরকম অসহ্যকর একটা মানুষ ঘুরে বেড়াচ্ছে এটা দেখতে আমার আর ভালো লাগছে না। আমি বরং এর থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই এ যন্ত্রণা থেকে। কথাটা ওকে বলেও দিয়ছি, কোন রাখডাক না করেই। আমি বলে দিয়েছি,
- তোমাকে আমার আর ভালো লাগে না। তোমাকে দেখে কোন ফিলিংসও হয় না। তুমি চলে গেলেই বরং আমি খুশি।