রাত দুইটা বাজে। জনমানবশূন্য অন্ধকার রাস্তা দিয়ে দৌড়ে চলেছে আকিব। তার কয়েক হাত দূরে বেশ কয়েকজন কালো পোশাক পরিহিত লোক তার পেছনে ছুটছে। তাদের প্রত্যেকের হাতে গান। আকিব নিজের সবটা দিয়ে অনেক জোরে দৌড়াচ্ছে তাদের থেকে বাঁচতে। কিন্তু সেটা আর হলো না। কিছুদূর যেতেই পাথর জাতীয় কিছুতে বেধে পড়ে গেল। তখনি ওর সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে একজন বেরিয়ে এলো। আকিব পা দুটো কে এগিয়ে আসতে দেখল। পা দুটো এবার তার একদম সামনে চলে এলো। আকিব মুখ উঠিয়ে উপরে তাকাল। উপরে তাকিয়ে আকিবের গলা শুকিয়ে এলো।All Rights Reserved