1 part Ongoing এপিসোড ১
গল্প: "গোলামের নতুন শক্তি: আলী ও ওমরের দোয়া"
ঢাকা শহরের এক কোণে, যেখানে অপরাধ আর দুর্নীতির ছায়া দীর্ঘদিন ধরে পড়ে আছে, সেখানেই বাস করত এক এতিম ছেলে, গোলাম। সে ছোটবেলা থেকেই দেখত, সমাজের দুর্বল মানুষদের উপর অপরাধীরা কীভাবে অত্যাচার চালায়। তার ইচ্ছা ছিল এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, কিন্তু সে ছিল একা ও অসহায়।
এক রাতে, যখন শহরের আকাশে কেবল দূরের ভবনের আলোগুলো জ্বলছিল, গোলাম পার্কের এক বেঞ্চে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিল। তার চোখে ছিল পানি, মনে ছিল সাহস। সে বলল, "আল্লাহ, আমাকে শক্তি দিন। আমাকে এমন কিছু করুন, যাতে আমি অন্যায়কারীদের থামাতে পারি।"
হঠাৎ, আকাশ থেকে এক জ্যোতির্ময় আলো নেমে এলো। সেই আলোর মধ্যে দুইজন মহামানব হাজির হলেন। তাদের একজন ছিলেন আলী ইবনে আবি তালিব (রাদিয়াল্লাহু আনহু), যিনি ছিলেন বীরত্বের প্রতীক। অন্যজন ছিলেন ওমর ইবনে আল-খ