আসসালামুয়ালায়কুম আরেকটা বাংলা তেইকুক ফফ নিয়ে আমি হাজির । এটা অনেক আগের একটা আইডিয়া আমার। এটা ভালো লাগবে কিনা নিশ্চিত না কিন্তু মন্দ হবেনা। আর যেহুতু এটা ছোটো বেলার একটা আইডিয়া সো কোনো অংশ খারাপ লাগলে কমেন্টে জানাবেন প্লিজ । এখানে ২ টা খুন আছে। একটা ধির গতির আরেকটা দ্রুত গতির এবং যদি আপনি সেই শ্রেণির হন যিনি গল্প কে গল্প হিসেবে মেনে নিতে পারেন না কিংবা গল্পের শেষে প্রধার চরিত্রের মিলন না ঘটলে কষ্ট পান তাহলে এই গল্প আপনার জন্য নয়। এই গল্পের চরিত্র অংশেই বলে হয়েছে যে জাংকুক মৃত। এবং পুরা অঙশে সে আসলেই মৃত। যেখানে যেখানে জাংকুক কে দেখানো হয়ছে সেটা নেহায়েত অতীত অথবা হ্যালুসিনেশন। এই গল্পে বেশ কয়েকবার হ্যালুসিনেশন ব্যাবহৃত হয়েছে।All Rights Reserved