1 Parte Continúa ""এ দেশ আমার নয়"" সমীরণ চ্যাটার্জী
সকালে উঠেই যদি হঠাৎ শুনি
এ দেশ আমার নয়-
এ মাটি আমার নয় -
এ বাতাস আমার নয়-
তবে কেমন হবে আমার মনটা।
যে নদী জলের শব্দে আমার বড় হওয়া।
যে বাতাসের ছোঁয়ায় আমার ভালোবাসার জন্ম,
যে গাছপালার সঙ্গে আমার আজন্মকালের বন্ধুত্ব,
যে মানুষগুলোর কোলে আমার বেড়ে ওঠা,
তাঁরা কেউ আমার প্রানের নয়।
আমি আজ থেকে রাষ্ট্রহীন, দেশহীন এক মানুষ।
যে বাগানে উৎসবের সময় ফুল তুলতাম,
যেখানে বিকালের আজানের শব্দে মন ভরে যেতো,
যে দেশের পতাকা আমার অন্তরের প্রেরনা।
তারা কিছুই আমার নয়,
জীবনের বিকালে এসে আমি দেশ হীন মানুষ।
এই আলো, বাতাস, মাটি, কুয়াশা
কিছুই আমার জন্য নয়,
আজ এসেছে দানব শ্রেনির মানুষের দল
যারা ওই উচ্চনাদ বলে চলেছে,
খোল তোমার বাবা মার কবর,
তোলো তাদের - ছাড়ো এই দেশ।
আমি আজ রাষ্ট্রহীন।
আজ সময় এসেছে জেগে ওঠার -
প্রতিবাদের ঝড় তোলার,
ভাঙ্গো তাদের- বলে ওঠো এই দেশ আমার,
এ আমার প্রানের আশা, প্রানের ভালোবাসা।
আমি রাষ্ট্রহীন কোন মানুষ নয়।