প্রায় একযুগ পর নিজের পৈতৃক গ্রাম সোনারপুরে পা রাখে দেবাঞ্জন। শহরের ছেলে সে, গ্রামে সচরাচর আসা হয়না তার। নিজের জ্যাঠতুতো দা দার সঙ্গে একদিন গ্রামের বিখ্যাত "শাওন মেলা" দেখতে যায় দেবাঞ্জন। কিন্তু সেখানে ওর জন্য ওৎ পেতে রয়েছে এক অশুভ শক্তি। চণ্ডেশ্বর নদীর বুকে নৌকা ভ্রমণ করতে গিয়ে কোন বিপদের মুখে পড়বে দেবাঞ্জন? কেমন করেই বা নিস্তার পাবে সেই অমঙ্গলকারী সত্তার প্রতিশোধস্পৃহা থেকে? উত্তর জানতে হলে পড়ুন "নির্দোষ"All Rights Reserved
1 part