রীনা দেবী - দুঃখ কোরোনা পরেশ, হয়তো এটাই লেখা ছিল আমাদের কপালে। এই দেখ, তুমি আবার আমায় ভালোবেসে ফেলোনি তো, আমি কিন্তু বয়সে বড় তোমার থেকে। পরেশ বাবু - তুমি ভালোবাসার কি বুঝবে। যা কাঠখোট্টা মহিলা। রীনা দেবী - অ্যাই শোনো আমায় কিন্তু তুমি ইনসাল্ট করছো। আমার মনে হচ্ছে আমি আসল কথাটা ধরে ফেলেছি পরেশ। পরেশ বাবু - হোক না ভালোবাসা, তোমার তাতে কি? কিছু কথা মনে মনে থাকাই ভালো। বয়স হচ্ছে তো নাকি? রীনা দেবী - বয়স যতই বাড়ুক, কিছু কথা যেমন মনে মনে থাকা ভালো, তেমন কিছু কথা হারিয়ে যাওয়ার আগে কাছের মানুষকে বলে দেওয়াও ভালো। পরেশ বাবু - আচ্ছা বাবা বললাম ভালোবাসি, ভালোবাসি। আর তুমি? রীনা দেবী - সব মেয়েরা ভালোবাসার কথা মুখ ফুটে বলেনা পরেশ। শুধু এটুকু বলতে চাই, হাঁটতে পারলেই হাতে হাত রেখে কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয় দেখতে যাওয়ার ইচ্ছে আছে খুব। নিয়ে যাবে আমায়?.......