
গল্পের আসরে নাতি-নাতনিদের চাপে পড়ে নিজের কর্মজীবনের এক রোমহর্ষক ঘটনা বলতে বাধ্য হন অরুণবাবু; বনবিভাগের অবসরপ্রাপ্ত অধিকারী অরুণ চক্রবর্তী। তখন সবেমাত্র চাকরিতে যোগ দিয়েছেন তিনি। প্রথম পোস্টিং বিহারের এক প্রত্যন্ত গ্রামাঞ্চল গুঙ্গারিয়া'তে। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই এক অদ্ভুত ভৌতিক চক্রান্তে জড়িয়ে পড়েন অরুণবাবু। কী ঘটেছিল তাঁর সাথে সেই রাতে? কেমন করে নিষ্কৃতি পেলেন চরম অমঙ্গলের হাত থেকে? জানতে হলে পড়ে দেখ ুন "গুঙ্গারিয়ার বিভীষিকা"All Rights Reserved