Story cover for তোর কাছে আমার অনেক কথা বলার ছিল by fattyfantastic1234
তোর কাছে আমার অনেক কথা বলার ছিল
  • WpView
    Reads 1,049
  • WpVote
    Votes 58
  • WpPart
    Parts 17
  • WpHistory
    Time 2h 49m
  • WpView
    Reads 1,049
  • WpVote
    Votes 58
  • WpPart
    Parts 17
  • WpHistory
    Time 2h 49m
Complete, First published May 21, 2022
Mature
শুভ্র একটা ছোট্ট শাপলা ফুল উঠালো পানি থেকে। 

স্পর্শিতা ফুলটা দেখে মৃদু হাসলো। শুভ্র বুঝলো সে পছন্দ করেছে ফুলটা।
-'নেবে?'
-'তবে যদি তা আমাদের বিয়ের প্রথম কয়দিন পর হতো? তাহলে কি দিতেন?'
-'উমম, হয়তো না। কারণ তখনও তো ভালোবাসতে শিখিনি। যখন তোমাকে ভালোবেসেছি তখনই দূরে চলে গেলে।' 
স্পর্শ ফুলটা হাতে নিলো। উজ্জ্বল হাসিটা আরো একটু উজ্জ্বল হলো চাঁদের আলোয়। 

মাথায় খুব বেশি আঘাত পেয়ে তার জীবনে ঘটে যাওয়া সুন্দর থেকে সুন্দরতম আর কঠোর দিনগুলোর কথাও ভুলে গেছে। সব নতুন নতুন লাগে। বাবা মা বিয়ে দিতে চাইলেও কি যেন তাকে বাঁধা দেয়। সবসময় এই কথা ভাবে, কোথা থেকে আসল সে? কি করছে সে এখানে?
(CC) Attrib. NonCommercial
Sign up to add তোর কাছে আমার অনেক কথা বলার ছিল to your library and receive updates
or
Content Guidelines
You may also like
নিভৃতের ছায়া  by SanhaArnuba
24 parts Complete
একটা সময় ছিল, যখন ছোট্ট বোন ঘুমের কান্না মানেই ছিল নিবিড়ের অস্থিরতা। আর নিবিড়ের ক্ষণিক মনখারাপ মানেই ঘুমের হাজারো রঙিন চেষ্টা তাকে হাসানোর। তাদের মধ্যে ছিল না কোনো দেয়াল, না কোনো রাখঢাক-শুধু নিঃশর্ত নির্ভরতা। কিন্তু সময় বদলায়, সম্পর্কের সংজ্ঞাও বদলায়। এখন সেই দুই ভাইবোন মুখ ফিরিয়ে থাকে একে অন্যের কাছ থেকে। ঝগড়া করে, অবহেলা করে, এমনকি একে অপরের অস্তিত্বকেও অস্বীকার করে। অথচ এই ভাঙনের আড়ালে জমে আছে এক অন্যরকম সত্য। একটা অদৃশ্য ছায়া, যে তলে তলে তাদের নিঃস্ব করে দিতে চায়-কিন্তু তারা জানে না, সেই ছায়ার গভীরতা কতটা ভয়াবহ। তবুও, কিছু সম্পর্ক সহজে ভাঙে না। আর কিছু যুদ্ধ বাইরে নয়-ভেতরেই লড়া হয়। নিবিড় আর ঘুম, একে অপরের ছায়া হয়ে লড়েছে দিনের পর দিন-নিঃশব্দে, ছায়ার ভেতর থেকেই। 'নিভৃতের ছায়া'-এক ভাই-বোনের গল্প, যেখানে রক্ত শুধু রঙ নয়, সেটাই চিহ্ন হয়ে ওঠে বাঁচার, লড়ার আর
দ্যা হার্ট শেপ  by Happy20327
4 parts Ongoing
"কোনো মেয়ে কি চাইবে নিজের স্বামীকে অন্য কারো সাথে শেয়ার করতে? তবে এমন মেয়ে যদি করেই বসে, তাহলে তার পেছনের কারণ কী হতে পারে?" ইনায়া, এক নারীর গল্প, যার জীবন ছিল স্বপ্নময়, ভালোবাসায় ভরা, কিন্তু ভাগ্যের খেলায় রূপ নিল বিষাদের রং। তার স্বামী আর সবচেয়ে কাছের সেই বোনের বিশ্বাসঘাতকতা, যাদের জন্য সে নিজের জীবন উৎসর্গ করেছিল, সে বিশ্বাসে তারা ভেঙে দিল তার হৃদয়। তবে মৃত্যু কি সত্যিই শেষ? অসুস্থতার গাঢ় অন্ধকার থেকে ফিরে আসার এক অদ্ভুত সুযোগ পেয়ে ইনায়া বুঝল - জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের জন্য বাঁচা, নিজের মূল্য জানা। এই গল্পে তোমার চোখে পড়বে বিশ্বাস, প্রহসন, শোক আর আশা - একসাথে বাঁধা একটি জীবনের অনন্য যাত্রা। একটি হার্টশেপ পাথর, একটি সময়ের রহস্য, আর এক মহাসংঘর্ষ... যা তোমাকে ভাবাবে, "জীবন কত মূল্যবান"। দ্যা হার্ট শেপ - তোমার হৃদয়ের আড়ালে লুকানো গল্প, যা
প্রেমেতে মজিলো by Akkharmoyi
4 parts Complete
আমার আশার প্রদীপে হাওয়া দিয়ে মেয়েটি তাকালো। মহান আল্লাহতা'লার অপরুপ সৃষ্টি। দুধে আলতা গায়ে সাদা জামা পরিহীতার নাম দিয়ে দিলাম "মেঘফুল"। সকালের মিষ্টি আলোও যেনো মেঘফুলের শরীরে সইছে না। গাল দুটো কেমন রোদে লাল হয়ে গেছে। এক মিনিট, মেঘফুলের গাল দুটো কেমন ফুলকো লুচির মতোন। ওইযে সকালবেলা মা আলুর দমের সাথে যেমন ফুলকো লুচি বানিয়ে দেয়। সবচেয়ে বেশি ফুলে উঠা লুচি নিয়ে আমার আর তুলতুলের মধ্যে মারামারি লেগে যেতো। মেঘফুল সেই তখন থেকে আমার দিকে চোখ বড় করে চেয়ে আছে। ফুলকো গাল, বড় গোল গোল চোখ দুটো, সব মিলিয়ে কেমন পুতুল পুতুল লাগছে। আমি মেঘফুলের নামটা পাল্টে "মেঘপুতুল" রেখে দিলাম। আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে হয়তো এই নামটাও বদলে দিতাম, কিন্তু বাসটা আমার মেঘপুতুলকে নিয়ে চলে গেল। এরপর কতো বাস এলো গেলো আমি কিন্তু দাঁড়িয়ে রইলাম।
চক্ষে আমার তৃষ্ণা  by kona___
7 parts Ongoing Mature
শরীফের হিতাহিতজ্ঞান নেই। পাছার উপর কষে কষে থাপ্পর, সেই সাথে ঠাপ... যে কোন কুম্ভকর্ণের ও ঘুম ভাঙ্গতে বাধ্য এই গভীর রাতে। সুমন ও দরজা খুলে তাকিয়ে রইল। যা দেখলো, তা যেন তার বিশ্বাস হচ্ছিল না। তার আপু ডগি পজিশনে চোদা খাচ্ছে। কিন্তু নাম আওরাচ্ছে তার। ব্যাপারটা তার মাথায় ঢুকলো না। লাইট জ্বেলে তারা যদি নিজেদের বেডরুম রেখে এই ড্রইংরুমে চোদাচুদি করতে পারে, তাহলে তার নিশ্চই বাধা নেই দেখার। সেও সাহস করে দেখে যাচ্ছে তার দুলাভাই আর বোনের চোদনলীলা। শীলার সেদিকে চোখ গেল, কিন্তু কোন ভাবান্তর হল না। পশুর মত আদিম লীলায় মত্ত হয়ে ভাইয়ের সামনেই চোদা খাওয়া উপভোগ করতে লাগলো। শরীফ ও তাকিয়ে দেখলো। সুমনের চোখ লাল.. ট্রাউজারের জিপারের জায়গাটা ফুলে আছে। বোনকে চোদা খেতে দেখে ভাইয়ের ধোন ফুলে উঠা, সেটা দেখা যে এক বিকৃত রুচি.. সেটা জেনেও শরীফ উপভোগ করতে লাগলো। নিজেদের সেক্স জীবনে এমন বি
তোমার ফেরার অপেক্ষায় by fattyfantastic1234
16 parts Complete Mature
অসভ্য মহিলাটা লিয়ানার হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে যাচ্ছে। খুব ব্যাথা হচ্ছে তার, মনে হচ্ছে মহিলাটি তার হাতের নরম চামড়ায় নখ বসিয়ে দিচ্ছে। এমনটা করছে যাতে ভেগে যেতে না পারে লিয়ানা, তাও আবার এমন একটা জায়গায় নখ বসিয়েছে যেখানে খুব জোড়ে হাত সরিয়ে নিলে কেটে যাবে জায়গাটা। অনিচ্ছা স্বত্বেও অপ্রীতিকর একটা জায়গায় বাধ্য হয়ে যেতে হচ্ছে তাকে। কত অমানবিক হলে সেই মানুষগুলো তাকে এখানে ঠেলে দিতে পারে? লিয়ানা বুঝতেও পারেনি তার জীবন এভাবে মোড় নেবে। হঠাৎ সে আশার আলো পেলো। সে কখনো অনুমানও করতে পারেনি যে সেই মানুষটা এভাবে ওর জীবনটা বাঁচাবে। লিয়ানা কি পারবে এই অন্ধকার থেকে বেড়িয়ে আসতে?
Ego  by theauranote
14 parts Ongoing
পড়ন্ত বিকেলের ম্লান আলোয় শহরের এক কোণে বসে আছে সিয়াম-একজন মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার কাছে আবেগ মানেই "ম্যালওয়্যার", আর ইগো হলো তার সিকিউরিটি ফায়ারওয়াল। অন্যদিকে, প্রবল উপস্থিতি নিয়ে ক্যাফের দরজা ঠেলে ঢোকে মিশু;হাসির আড়ালে লুকিয়ে থাকা ঝড়, চোখে চঞ্চলতা আর অজস্র না-বলা কথা। এক কাপ কফির টেবিলে শুরু হয় দুই মনের সংঘর্ষ; ভালোবাসা বনাম অহংকার, রাগ বনাম অনুভূতি, আর এক অসমাপ্ত সম্পর্কের অজানা অধ্যায়। তাদের কথোপকথন যেন কোডের মতো;একটা ভুল ইনপুটেই ক্র্যাশ করে যায় সব অনুভূতি। সিয়াম বুঝতে শেখে, সব প্রোগ্রাম ডিবাগ করা যায় না... আর কিছু সম্পর্ক, যতই লজিক দেওয়া হোক, কখনও কম্পাইল হয় না।
পরীজান by Somethingnew1230
4 parts Complete Mature
"পরীজান গল্পে " একটি হৃদয়স্পর্শী গল্প, যেখানে পরী অনেক সত্য জানার পর নিজের এবং অন্যদের জীবনে পরিবর্তন আনে। সে বুঝতে পারে যে, কেবল বাহ্যিক শক্তি নয়, বরং সঠিক পথে চলা এবং নৈতিকতা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। গল্পের প্রতিটি অধ্যায় তার নিজস্ব জীবনের সত্যগুলো আবিষ্কার করার জন্য এক নতুন যাত্রা, যেখানে সে শিখে যে, কখনও কখনও সত্য জানার জন্য সবচেয়ে বড় যুদ্ধটা আমাদের মনেই ঘটে। এটি শুধুমাত্র পরীর একক যাত্রার গল্প নয়, বরং সম্পর্কের গভীরতা এবং পরিবারের সদস্যদের মধ্যে সংকট ও শক্তির সন্ধানও। বিভিন্ন ভিন্নতা, প্রতিকূলতা, এবং একে অপরের প্রতি ভালোবাসা ও ত্যাগের মধ্য দিয়ে এক নতুন দিগন্ত উন্মোচন হয়। গল্পটি আমাদের জানিয়ে দেয়, কখনও কখনও কিছু সম্পর্ক নিজেরাই সংকটের মধ্যে শক্তি খুঁজে পায়, আর কখনও কখনও সম্পর্কের মধ্যে অদৃশ্য দৃষ্টি হয়। এই গল্পের প্রতিটি অধ্যায় জীবনের অদেখা, অজা
You may also like
Slide 1 of 10
বন্যা 18+ cover
নিভৃতের ছায়া  cover
দ্যা হার্ট শেপ  cover
প্রেমেতে মজিলো cover
চক্ষে আমার তৃষ্ণা  cover
প্রিয় নীড়হারা  cover
তোমার ফেরার অপেক্ষায় cover
Ego  cover
কাছে_থেকেও_সে_অচেনা cover
পরীজান cover

বন্যা 18+

20 parts Complete Mature

বন্যার সবগুলো ব্যাপারই যেনো ছোট গল্পের মতো। শেষ হয়েও হইলোনা শেষ, এমন একটা ভাব! সে কয়েক মূহুর্ত আমার বাঁড়াটা মুঠিতে নিয়ে আপন মনে খেলা করে, হঠাৎই মুক্ত করে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর, রাগ করার ভান করে বললো, কি সাংঘাতিক! তুমি দেখছি নিজেই শুধু গোসল করছো! এই বলে সে আমাকে ঠেলে সরিয়ে দিয়ে, নিজে শাওয়ার এর পানিতে ভিজতে থাকলো। শীতল শাওয়ার এর পানিতে ভেজা বন্যার দেহটা আমি মুগ্ধ হয়েই দেখছিলাম। কি খাড়া, সুঠাম! বুট এর দানার মতো স্তন বৃন্ত দুটো চুয়ে চুয়ে গড়িয়ে পরছে পানি।