4 parts Ongoing "কোনো মেয়ে কি চাইবে নিজের স্বামীকে অন্য কারো সাথে শেয়ার করতে?
তবে এমন মেয়ে যদি করেই বসে, তাহলে তার পেছনের কারণ কী হতে পারে?"
ইনায়া, এক নারীর গল্প, যার জীবন ছিল স্বপ্নময়, ভালোবাসায় ভরা, কিন্তু ভাগ্যের খেলায় রূপ নিল বিষাদের রং।
তার স্বামী আর সবচেয়ে কাছের সেই বোনের বিশ্বাসঘাতকতা, যাদের জন্য সে নিজের জীবন উৎসর্গ করেছিল, সে বিশ্বাসে তারা ভেঙে দিল তার হৃদয়।
তবে মৃত্যু কি সত্যিই শেষ?
অসুস্থতার গাঢ় অন্ধকার থেকে ফিরে আসার এক অদ্ভুত সুযোগ পেয়ে ইনায়া বুঝল - জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের জন্য বাঁচা, নিজের মূল্য জানা।
এই গল্পে তোমার চোখে পড়বে বিশ্বাস, প্রহসন, শোক আর আশা - একসাথে বাঁধা একটি জীবনের অনন্য যাত্রা।
একটি হার্টশেপ পাথর, একটি সময়ের রহস্য, আর এক মহাসংঘর্ষ... যা তোমাকে ভাবাবে, "জীবন কত মূল্যবান"।
দ্যা হার্ট শেপ - তোমার হৃদয়ের আড়ালে লুকানো গল্প, যা