স্বপ্ন কি কখনো সত্যি হয় নাকি? ওটা তো কেবলই মস্তিষ্ক সৃষ্ট কিছু ভাবনা। সত্যিই কি তাই? কখনো যদি এমন হয়, ঘুমিয়ে যে জগতে প্রবেশ করি, সেটাই সত্যি? সেই জগতের প্রভাবে জাগ্রত অবস্থার জগতটা হুমকির মুখে পড়ে গেছে? তখন? স্বপ্ন কেবল সামান্য ভাবনা না, একটা রহস্যে মোড়া জগত। সেই জগতে যারা প্রবেশ করতে পারে, তার মাঝে একজন টিলি!All Rights Reserved