মানুষ প্রেমে পড়ে। বারংবার প্রেমে পড়ে। হয় সেটা প্রকৃতির সাথে প্রেম অথবা কোনো কারুকার্য,শিল্প কিংবা শখ। মানুষ মানুষের প্রেমে পড়ে। প্রেম যে অপ্রতিরোধ্য, প্রেম যে বিদ্রোহ! না চাইতেও এক নেশা প্রেম। আমি কবি ও কবিতার প ্রেমে পড়ি... আমি আবৃত্তির প্রেমে পড়ি। আমি কবিতার প্রিয় চরিত্রের প্রেমে ডুবি। .................... এই কবিতা সম্ভারে প্রতিটি অন্তর্নিহিত শব্দ আমার প্রেম; এই কবিতা সম্ভারে আপনার হৃদয়ে জাগ্রত অনুভূতি আমার প্রেম; এই কবিতা সম্ভারে উৎসর্গিত মানুষটি আমার আমৃত্যু প্রেম। এই কবিতা সম্ভারে আপনার প্রিয়জনের জন্য আমার সৌজন্য প্রেম! "উৎসর্গে__ যার জন্য জাগ্রত আমার সব প্রেম, আমার কবিতায় প্রেমিক পুরুষ...." ❤️"Dear Comrade"❤️All Rights Reserved