এক ঝড়-বাদলের রাতে অবিনাশের বাড়িতে আসে তার বন্ধু প্রণবেশ। আলুথালু চেহারা, চোখেমুখে চিন্তার গভীর ছাপ। প্রণবেশ জানায়, ওর নতুন বাড়িতে কিছু অস্বাভাবিক কাণ্ডকারখানা শুরু হয়েছে। প্রতি রাতে ঠিক আড়াইটার সময় বাড়ির একটা নির্দিষ্ট ঘর থেকে ভেসে আসে গান-বাজনার শব্দ। অট্টালিকার মতো বিশাল জমিদার বাড়িটা সদ্য কিনেছিল প্রণবেশ, কিন্তু এখন এই ভৌতিক উপদ্রবের জন্য ওখানে টেকা দায়। কেন হচ্ছে এই অলৌকিক উৎপাত? অবিনাশ কি পারবে সমস্যার সমাধান করতে? জানতে হলে পড়ুন ধারাবাহ িক গল্প "রাত তখন আড়াইটা"
অ্যান্টিক জিনিসপত্রের শৌখিন ইন্দ্রজিৎ একদিন নবাবী আমলের এক বহু প্রাচীন আয়না কিনে আনে। প্রথম কয়েকদিন সব ঠিকই থাকে, তবে হঠাৎ এক রাতে ইন্দ্রজিৎ শুনতে পায়, আয়নার কাঁচের ভিতর থেকে কেউ 'ঠক ঠক' করে মৃদু টোকা মারছে। এরপর থেকে প্রতিদিন যেন এই অসহ্য ঠকঠকানির অত্যাচার ক্রমশঃ বাড়তেই থাকে। কোথা থেকে আসছে এমন অদ্ভুত আওয়াজটা? ক ীভাবে ইন্দ্রজিৎ পাবে এই ভৌতিক কাণ্ডকারখানা থেকে মুক্তি? উত্তর পেতে হলে পড়ে দেখুন ধারাবাহিক গল্প "বন্দিনী"