শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
16 parts Complete শীতটা আমার বেশ প্রিয় কাল।লেখাটা যখন লিখছি তখন আমার গায়ে বেশ জ্বর । মনে মনে ভেবেছিলাম জ্বর শরীর নিয়ে লিখবো।এক প্রকার ইচ্ছাপূরণ হলো। আমি হুমায়ূন আহমেদের ফ্যান।তাই লিখতে গিয়ে হুমায়ূন স্ যারের কিছুটা ছোঁয়া অনুভব করি।যতবার চেষ্টা করি ইউনিক হতে ততটাই অনুভব করি ভেতরের হুমায়ূনকে।শেষমেশ মেনে নিলাম সব।লিখা শুরু করলাম।যা আছে কপালে দেখা যাক। লেখাটা লিখেছি একান্তই নিজের সুখে।তবে তৃপ্তি তখনই আসবে যখন পাঠকরা গ্রহণ করবেন।অনেক বাংলা বানান বা ব্যাকরণগত ভুল পাবেন।ধরিয়ে দিবেন। সাদরে সমালোচনা মাথায় নিবো। ধন্যবাদ ও প্রার্থনা সবার জন্য।