গিটারের রকে সুর তুলছে অচেনা তরুণ তবে তা আয়াসের নয় সুখময় সুর কোলাহলে পরিপূর্ণ চারিদিক, নির্জনতায় আমি একা রঙমশালে হরেক রঙের মেলা কেউ কালো কেউবা সাদা রোজ কতো মান অভিমানের পসরা সাজিয়ে বসে আশ্চর্যের এই ভুবনে তার কিছু আজ আমার চর্মচক্ষুর দর্পণে অনুরাগের মিলন হয় অগনিত তবে শুদ্ধ নাকি ছলনা তা নয় জানা দূরের কন্যার চোখে জল বিচ্ছেদের নয়তো প্রণয়ের হচ্ছে আজ প্রথম দেখা, হাসি তাদের মুক্তঝরা বন্ধুদের কফির আড্ডায় মুখরিত দিকবিদিক অচেনা সবে নেই কেউ আমার চেনা খানিক বাদে চলবে নিজ নিজ গন্তব্যে স্মৃতিটুকু রয়ে যাবে এই দলিলে ~ধ্রুব হিমালয়