আপনি মন থেকে কোনকিছু চাইছেন অথচ তাহাজ্জুদের নামাজ পড়ে আকুতিমাখা কান্না নিয়ে সেটা আল্লাহর কাছে বলছেন না তাহলে সেই চাওয়ার মাঝে কিন্তু অনেকখানি অপূর্ণতা থেকেই যায়। আপনি অনেক বড় গুনাহ্ করে ফেলেছেন বা বড় কোনো সমস্যায় পড়ে অন্যদের কাছে সাহায্য চাচ্ছেন, Facebook স্টাটাস দিচ্ছেন, Youtube বা Tiktok পোস্ট করছেন সিমপ্যাথি পাওয়ার জন্য। অথচ যিনি আপনার গুনাহ ক্ষমা করতে পারেন, যিনি আপনাকে সাহায্যের জন্য ডাকছেন, তিনিই যখন সবচেয়ে কাছের আসমানে এসে আপনার মনের কষ্ট আর ব্যকুলতার কথাগুলো শুনার জন্য প্রস্তুত, তখন আপনি গভীর ঘুমে বিভোর হয়ে আছেন! তাহলে?
তাই গভীর রাতে পুরো পৃথিবী যখন নিরব নিস্তবদ্ধ তখন সিজদায় লুটে পড়ুন। নামায শেষে নিজের মনের সব কথা আল্লাহর কাছে বলুন। অত্যন্ত আজ থেকে শুরু করে দেখুন.. পার্থক্যটা নিজেই বুঝবেন..