শুচিস্মিতা কবির সুপ্ত। সর্বদা নিজ জীবন চক্রকে জটিল ভেবে এসেছে। এক সময় তার জীবন সম্পর্কে জটিল ধারণাগুলোকে ভুল প্রমাণ করে জীবনের মানে শেখাতে এসেছিল একজন। জীবন নামক বর্ণহীন আকাশে হুট করে শত রঙের প্রজাপতি ডানা মেলে উড়তে শুরু করেছিল। সকল জড়তা কাটিয়ে বর্ণিল জীবনটাকে মাত্রই উপভোগ করতে নিয়েছিল সে, কিন্তু এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি ছিল সেই ঘটনা? কেন এবং কার প্ররোচনায় ঘটলো?
20 parts