বিয়ের ৬ মাস হয়ে গেছে ওদের। এরমধ্যে কখনোই ন িহাকে একা ছাড়েনি আবির। শুধু বাসায় যেটুকু সময় একা থাকত সেটুকুই। তাও আবির সব সময় চেষ্টা করেছে যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে ফেরার। কি করে একা ছাড়বে! খুব ভালোবাসে যে আবির নিহাকে। ওদের আরেঞ্জ ম্যারেজ হলেও নিহাকে প্রথম দেখাতেই আবিরের অনেক পছন্দ হয়ে গিয়েছিলো। পরে আস্তে আস্তে যত দেখেছে তত মুগ্ধ হয়েছে।All Rights Reserved
1 part