4 bahagian
Cerita lengkap ট্রেজার হান্ট, ভেরি ইন্টারেস্টিং গেম। এই খেলায় একটা ক্লু দেওয়া হয়। সেই ক্লু এর ধাঁধাঁ সলভ করে বের করতে হয় পরের ক্লুটা কোথায় রাখা আছে। এরপর তার পরের ক্লু সলভ পরেরটা খুঁজে বের করতে হয়, এভাবে সলভ করা আর খুঁজতে থাকা নিয়ে চলতে থাকে গেমটা। শুরুতেই একটা লিমিট ঠিক করে নেওয়া হয় কত ক্লু এর গেম হবে।