( কল্প-গল্প ) --- ফিউশন ট্র্যাকিং
8 parts Complete ... ... একটু থমকে যায় এলান; তারপর বলে, এটা একটা খেলা, আপনি শিকার আমি শিকারি, আপনি দৌড়ান, এটাই নিয়ম এই খেলার। আপনি বাঁচার জন্য লড়বেন আর আমি হত্যা করার জন্য লড়ব।
হো হো করে হেসে উঠে সক্রেটিস, দৌড়িয়ে এমন কোন জায়গায় কি যেতে পারবো যেখানে মৃত্যু আমাকে ছোঁবে না!
রক্তের মধ্যে কম্পন অনুভব করতে থাকে এলান, মৃত্যু মুখেও শিকারকে এমন নির্বাক দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে। ডান হাতে ধরা তলোয়ারটা গায়ের জোরে ঢুকিয়ে দেয় সক্রেটিসের বুকে, আর বা হাতের তলোয়ারটা সজোরে বসিয়ে দেয় মাথা বরাবর।
উহঃ শব্দ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, মৃত্যুর আগে শুধু একটা কথা মুখ দিয়ে বের হয় তার, "হায়! তিন হাজার বছরেও সভ্যতা, মনুষ্যত্ব একচুলও এগোয়নি