রূপঙ্কর রূপঙ্কর আর রূপঙ্কর। প্রথম কয়দিন শুধুই ছি ছি আর ছি ছি। ইদানিং কয়েকজনের তবু কিঞ্চিৎ সম্বিত ফিরছে দেখা যাচ্ছে। ভাবটা অনেকটা এই রকম। নাহ, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু তাতেও রূপঙ্কর বিদ্বেষীদের গাত্রদাহ মিটছে না। কয়দিন আগেই যাঁরা পুতিনের মুণ্ডু চাই। রাশিয়া নিপাত যাক ধুয়োর সাথে সুর মিলিয়ে আনন্দ পাচ্ছিলেন। তাঁরা আজ রূপঙ্করের মুণ্ডু চাই বাংলা সংস্কৃতি নিপাত যাক বলতে পারলে বোধকরি অধিকতর সুখী হতেন। সেকথা বলতে না পারলেও। রূপঙ্কর ও তাঁর পরিবারকে প্রায় কোণঠাসা করে দিতে পেরেছেন। নিঃসন্দেহ ভাবে।All Rights Reserved