অন্তরীক্ষের অগ্নি। ( Celestial Fire. )
বর্ণনা:
এই কবিতায় মহাবিশ্বের অন্তর্নিহিত অগ্নি ও মানুষের জ্ঞানের আলো একসূত্রে বাঁধা হয়েছে।
" অন্তরীক্ষের অগ্নি।" কেবল তারার দীপ্তি নয়-এ সেই চেতনার আগুন, যা সৃষ্টি করে জীবন, জাগায় চিন্তা, আর আলোকিত করে আত্মাকে।
এটি বিজ্ঞান, দর্শন ও অনুভবের মেলবন্ধনে লেখা এক মহাজাগতিক কবিতা।