পাপিয়া নামের অর্থ হচ্ছে কোকিল জাতীয় সুকন্ঠ পাখি। পাপিয়া নামের পাখিটি আমার খাঁচা ছেড়ে চলে গেছে অন্য খাঁচায়। চোখের সামনে থেকেও যেন বহুদূরে। দূর থেকে প্রায়ই দেখি। খাঁচার কাছে যাওয়ার চেষ্টা করি কিন্তু যেতে পারিনা। আবার না ভুলে থাকতেও পারিনা। যেন এক মায়ার বাধনে জড়িয়ে গেছি। যেই বাঁধন ছিড়ে চলে আসাটা যেন বড্ড কঠিন। দূর থেকে শুধু দেখতে থাকি পাপিয়ার চাঁদ মুখ। দেখে কী আর তেষ্টা মিটে। না মিটে মনের গহীনে লুকিয়ে থাকা ভালোবাসার সেই তীব্র আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষা প্রতিটা মুহূর্ত পাপিয়াকে কাছে পেতে চায়। কামনার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যেন হৃদয়টা। এই আগুন কী আর পানি দিয়ে নেভানো যায়! যদি যেতো তাহলে কতই না ভালো হতো।Tüm hakları saklıdır