ফাহিমা আক্তার লিমা, "ডাক-নাম লিমা"
আমাদের গল্পের নায়িকা এবং খলনায়িকা উভয়ই।
দেখতে সে অসাধারণ সুন্দরী, কোনো সুপার মডেলের চেয়ে কম নন।
দিনে সে একজন কোটিপতি বিজনেস ইয়াং লেডি, কিন্তু রাতে সে একজন অপহরণকারী।
যখন সে কোনো এক ভোরবেলা সহজ-সরল তাসনিম হাসান তিশাকে ভুল-বশত তুলে নিয়ে গেলেন_______???
তিশা কি কখনো জানতে সক্ষম হবে তার এই অপহরণের কারণ..??
লিমা কি কখনো বুঝতে পারবে যে সে ভুল মানুষটিকে তুলে নিয়ে এসেছে..? আর তিশার প্রতি তার অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারবে কি...???!!!
(If you don't like LGBTQ type stories, please 🙏 ignore this story to read.)
***Just remember, "LOVE 💘💘💘 is LOVE", no matter what***
স্বপ্ন কি কখনো সত্যি হয় নাকি? ওটা তো কেবলই মস্তিষ্ক সৃষ্ট কিছু ভাবনা।
সত্যিই কি তাই?
কখনো যদি এমন হয়, ঘুমিয়ে যে জগতে প্রবেশ করি, সেটাই সত্যি? সেই জগতের প্রভাবে জাগ্রত অবস্থার জগতটা হুমকির মুখে পড়ে গেছে? তখন? স্বপ্ন কেবল সামান্য ভাবনা না, একটা রহস্যে মোড়া জগত। সেই জগতে যারা প্রবেশ করতে পারে, তার মাঝে একজন টিলি!