তুই সবসময় আমার জীবনে একটি বড় জায়গা নিয়েছিস। আমি কখনই তোকে বলার সুযোগ পাইনি যে তুই আমার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, হয়তো আমি আমার নিজের অনুভূতিগুলো নিয়েই বিভ্রান্ত ছিলাম...
কিন্তু যখন বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে গেছে। তুই ইতিমধ্যে অনেক দূরে চলে গেছিস...
এখন আমার প্রশ্ন... তুই এখন ঠিক কোথায়?... আর কখনো কি দেখা হবে আমাদের?...
☆o★✧✯♡✯✧★o☆
প্রিয় ডায়েরি,
তুই একমাত্র যে আমার সমস্ত গোপন কথাগুলো জানিস, যার মধ্যে আমি সত্যিই 'তার' সম্পর্কে কেমন অনুভব করি সেটাও। কিন্তু দুর্ভাগ্যবশত 'সে' কখনই এটা সম্পর্কে জানতে পারবে না।
আচ্ছা আমাদের ভাগ্য সত্যি ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে? আমি জানি না, আমি কিছুই জানি না। শুধু একটাই জিনিস আমি চাই অনেক দেরি হওয়ার আগে 'তাকে' আরও একবার দেখতে...
'প্রিয় "সে" আশা করি আমি তোকে দেখতে পাব আবার!'
আন্তরিকভাবে,
- তোমার পতিত গোলাপের পাঁপড়ি 🥀...