
- ডাক্তারবাবুর হাসিটা খুব সুন্দর...কিন্তু আমার কারণে যদি সেটা উধাও হয়ে যায়... এই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে হাজারো অনুক্ত প্রশ্ন-উওর, দুঃখ-কষ্ট, জ্বালা-যন্ত্রনা আর বিচ্ছেদের সূচনা।। অজান্তে জুড়ে যায় দুটো অপরিচিত মানুষের জীবনের গতিপথ। তাদের কষ্টের ভেলা কি একই তীরে এসে থামবে নাকি তলিয়ে যাবে অতল সমুদ্র স্রোতের অসীম গহবরে!?All Rights Reserved