ভালোবাসা পৃথিবীর মধুর ও সুখকর অনুভূতির মধ্যে অন্যতম। আর একজন পুরুষ ও একজন নারীর মধ্যে ভালোবাসা হয়ত সকল ভালোবাসার sub genre গুলির মধ্যে শ্রেষ্ঠতম। পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতাগুলির নগর থেকে শুরু করে গ্রামবাংলার অলিতে গলিতে ভালোবাসার নিদর্শনের অভাব নেই। গ্রিসের সেনেকা বলেছিলেন, 'If you want to be loved , love.' অনেকেই চায় ভালোবাসতে ও তার সাথে বারিধারার জন্য অপেক্ষায় থাকা চাতকের মত এটাও চায় যে অপর প্রান্ত থেকেও ভালোবাসা আসুক। ঠিক সেনেকা যেমন বলেছিলেন, তেমনই। কিন্তু জীবন রুপকথার গল্প নয় যে সব দুইয়ে দুইয়ে চার হয়ে মিলে যাবে। সকলের প্রেম জীবন ও তার সাথে যুক্ত যৌনজীবন কি এক হয় ? প্রেমে প্রত্যাখ্যান থেকে শুরু করে ব্যর্থতা অনেক কিছুই অনেক সময়ে মনুষ্যকে ঠেলে দেয় হিংস্র পাশবিক প্রবৃত্তিগুলির দিকে। এখনও সময় আছে। Be ready to expect the unexpected.All Rights Reserved