লোকে বলে অনেক কিছুই।হয়তো সেগুলো আসলেই আমাদের দোষ বটেই। কোথাও একটা quote শুনেছিলাম "Listen to your enemies for they tell Your faults." কিন্তু তাদের কাছে যেটা fault হয়তো সেটা নিজের ও নিজের personality এর কাছে fault না ও হতে পারে। যেমন আমিই বাংলা ইংলিশ মিশাই লিখছি এটাকে অনেকেই দোষ ধরলেও এটাই আমার কাছে comfort মনে হচ্ছে। আমি লেখা শুরুই করেছি নিজের ভেতরে জমে থাকা কথা বের করে রাখার জন্য। কারন এক্ষেত্রে লেখে রাখা ছাড়া safe and comforting option আমি পায় নাই। হয় নিজের কথা প্রকাশে অন্যকে খিপ্ত করেছি না হয় hatred পেয়েছি। তাই নিজের কথা নিজের মাঝে রাখা যে উত্তম way to survive in this cruel hypocrite World এটা বুঝেছি। Wattpad এ সামান্য কিছু like and follows পেয়ে নিজের writing publish করার আশায় লেখা যে শুরু করলাম এই childish mentality নিয়ে। এখনো ভাবিনি যে প্রবন্ধ না উপন্যাস লিখবো। লোকে কিছু বলবে মানুষের গালি পাব এই ভয় থেকে একটু বেরিয়ে এসে আজ যে কিছু লেখার চেষ্টা করছি I hope নিজেকে নিজের মতো রেখে internal truth r desire কে তুAll Rights Reserved