কাছের মানুষদের দেয়া আঘাতগুলো বুকে বড্ড কষ্ট দেয়৷ আপনজনদের দেয়া ঘৃণা,অবহেলা,অবিশ্বাস সহ্য সহ্য করতে করতে বুকে এক পাহাড় সহ অভিমানের দেয়াল কখন যে তৈরি হয়ে যায়,আমরা টের ই পাই না৷ সেই অভিমানের কথাগুলো কখনো কাউকে বলতেও ইচ্ছে করে না৷ সেসব অব্যক্ত অভিমান নিয়েই আমরা বেঁচে থাকি!All Rights Reserved
1 part