এটা আমার প্রথম অনুবাদ বই। এটি বিখ্যাত লেখক ওয়ান পিয়ং সোনের লেখা একটি কোরিয়ান উপন্যাস। এটাকে মেডিকেল ফিকশনও বলা চলে। উপন্যাসের প্রধান চরিত্র সন ইয়ন জে-এর মেডিকেল কন্ডিশন এবং শত বাধা বিপদ মোকাবিলা করে তার জীবনে বেড়ে ওঠার চিত্র নিপুণতার সাথে এই উপন্যাসে তুলে ধরেছেন লেখক ওন পিয়ং সোন। আশা করি আপনি এটি উপভোগ করবেন।All Rights Reserved