রবিন তার হোটেলের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। দূরে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। সমুদ্রের লোনা জল এসে বালিময় সৈকতের বুকে আছড়ে পড়ছে। সেইসাথে দক্ষিণা বাতাস গায়ে যেন শীতের শিহরণ জাগিয়ে তুলে। যদিও শীতকাল আসতে আর কিছু দেরি। এইসময় সমুদ্র ঘুরতে আসতে দিবে না কিছুতেই তার বাবা। একবার ঠান্ডা লেগে গেলে রবিনের খবর হয়ে যায়। সবেমাত্র পড়াশোনা শেষ। এই সময় তার বাবার ইচ্ছে ছেলে ব্যবসার দায়িত্ব বুঝে নিবে। কিন্তু রবিন এখনই তার স্বাধীন জীবন উৎসর্গ করতে রাজি নয়। একবার ব্যবসার দায়িত্ব নিলেই তখন আবার তার বাবা বলবে বিয়ে করো। তারপর তখন বউ বলবে বাচ্চা নিয়ে নেয়। তারপর তাদের লালনপালন করতে করতে নিজেই বুড়ো হয়ে যাবে। তখন কি আর এসব ঘুরে দেখলে ভালো লাগবে? রবিন ঠিক করেছে যতদিন পারা যায় সে নিজের মতো কাটাবে। সে কারণেই এখানে ঘুরতে আসা।