"মা মা" বলে এত ডাকি তবু মা যে সারা দেয় না। মা কি হারিয়ে গেছে জগৎ থেকে, ভুলেও ভাবল না ছেলের কথা? মায়ের পা ধরে কাঁদি নিতি জবা আমার কষ্ট বোঝে। নূপুরের ধ্বনি তুলে পারে না কি ছেলের কাছে আসতে? "মা মা" বলে এত ডাকি তবু মা কি পাথর হয়ে আছে? বাবাও কি বলতে পারছে না, "যাও না ছেলের কাছে, এত ডাকছে"? --- অর্ঘ্যদীপ চক্রবর্তী ২০/১১/২০২৩All Rights Reserved