2 Части Завершенная история দীর্ঘ সাত বছর পর টিএসসির মোড়ে দুই প্রাক্তনের হঠাৎ দেখা;
- আমাকে দেখে অবাক হওনি?
শামীম স্বাভাবিক ভঙ্গিতে মুচকি হেসে উত্তর দেয়,
- হয়েছি তবে তোমাকে দেখে নয়, তোমার লম্বা চুলগুলোকে দেখে।
রুমকি হয়তো খানিকটা ইতস্ততবোধ করে বলে,
- আসলে ওর লম্বা চুলই পছন্দ। তাই এখন আর আগের মত তিনমাস অন্তর অন্তর নতুন নতুন হেয়ার কাট দিই না৷
- আচ্ছা ভালো তো। তারপর বলো কেমন আছো?
- যেরকম থাকার কথা কখনো কল্পনাও করতে পারিনি, সেরকম আছি।
রুমকি একটু থেমে আবার বলতে শুরু করে,
- বাবার কথামতো বিয়েতে রাজি হয়ে যাওয়ার পর,,,