44 parts Complete অচেনা এক লোক সিদ্রাকে কিডন্যাপ করে নিয়ে এলো জঙ্গলের এক কুঁড়েঘরে। শুরু করলো একের পর এক অত্যাচার। এমন অপরাধের শাস্তি ওকে দেয়া হচ্ছে যা করার কথা ও ভাবতেও পারেনা। কিন্তু তাহলে ও শাস্তি পাচ্ছে কেন? এই অত্যাচারের শেষ কোথায়?
লেখিকার কথা:
সম্পূর্ণ শখের বশে একটা ড্রামার প্লটকে বেস করে লেখা শুরু করেছিলাম গল্পটা। শুরু করার সময়েও জ ানতামনা যে ডালপালা মেলে সে উপন্যাসের রূপ নিবে। কাঁচা হাতের লিখা, অজস্র ভুল হয়তো থাকবে। দয়া করে সেগুলো ধরিয়ে দিবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভালো লাগুক, মন্দ লাগুক, জানিয়ে বাধিত করবেন।
জাযাকাল্লাহু খইরন।