কবুতরের শরীলের উকুন, পোকা, মাছি এবং পরজীবী সংক্রামন খুবই কমন একটা সমস্যা। কবুতর যখন নোংরা পরিবেশে থাকে তখনই এই সমস্যার সৃষ্টি হয়। তাই কবুতরকে সুস্থ রাখার জন্য তার বসবাসের জায়গাটা পরিষ্কার রাখা খুবই জরুরি। কিন্তু অনেক সময় ব্যাস্ততার কারনে হয়তো সময় মতো কবুতরের যন্ত নেওয়া হয়ে ওঠে না, এই সুযোগে এইসব বহিঃপরজীবী কবুতরের শরীলে বাসা বাধে।