সোমবার সকাল বেলা ঠিক ছয়টা বাজে। মোবাইলে দেওয়া এলার্ম এর শব্দে চারদিকের মানুষের ঘুম হারাম কিন্তু যার জন্য এলার্ম তার কোন খবর নেই। মা এসে বলল ওই মতিউর উঠবে না নামাজের সময় শেষের দিকে, তোর তো আজ কলেজ ও আছে যাবি না। মতিউর বলল মা আর মাত্র পাঁচটা মিনিট এইতো এখনই উঠবো। এইরকম করতে করতে বেজে গেল সাতটা দশ। হঠাৎ ফোনের দিকে দেখে উঠে বলল আমাকে আগে ডাক দিবে না।All Rights Reserved