Awards For Bengali Talents 2020
7 parts Ongoing [Open ✔︎] [Need Participants]
[Judging]
[Closed❎]
হুই হুই হুই......
'Awards For Bengali Talents' এ সবাইকে স্বাগতম।
বেঙ্গলি টালেন্টস? হ্যাঁ... ঠিক ধরেছেন। এটা শুধুমাত্র বেঙ্গলি লেখকদের জন্য। ইংরেজি তে তো কত কনটেস্ট ই হয়। এটা না হয় বাঙালি লেখকদের জন্যই করা হলো।
যারা জানে এখানে লিখে তারা পাবে না কোনো সম্মাননা কিন্তু তারপরও লিখে যায় নিজের অজান্ত মনকে সান্তনা দিতে, অপেক্ষা করে যায় কোনো পাঠকের যে তাদের লেখার গুরুত্ব বুঝবে, তাদের জন্যই আয়োজন করছি এই আওয়ার্ডস এর। জানি এই সামান্য অ্যাওয়ার্ডস দ্বারা তাদের লেখার মূল্য যাচাই করা যাবে না। তারপরও তাদের দিয়ে যেতে চাই উৎসাহ। আর এটা অন্তত জানি উৎসাহ দিতে টাকার প্রয়োজন হয় না। একটা ছোট্ট হাসিও মানুষকে উৎসাহ দিতে সক্ষম হয়।
তাহলে দেরি না করে শুরু করা যাক.......