4 Partes Continúa রিক্ত লগ্নে
পুরো তিন বছর ধরে তারিনকে ভালোবাসার কথা বলেই যাচ্ছে ওয়ালিদ, কিন্তু তারিন কখনোই তাকে সহ্য করতে পারেনি। একে অপরের মধ্যে এক বিস্তীর্ণ শূন্যতা ছিল। ওয়ালিদ তার ভালোবাসা নিয়ে অপেক্ষা করেছিল, আর তারিন, কোনোদিনও সে অনুভূতিকে গ্রহণ করার বিন্দুমাত্র ইচ্ছে প্রকাশ করেনি। তবে জীবন কখনো কখনো অবাক করে দেয়, যখন কিছুতেই না বলেও মানুষ একে অপরের কাছে চলে আসে। শেষমেশ, সেই তিন বছরের এক তরফা ভালোবাসা, সবার বাধা উপেক্ষা করে, ওয়ালিদকে তারিনের কাছে জয়ী করে তোলে।