নিজের সবটা বিলিয়ে দিতে নিজেকেই যেতে হচ্ছে আমার। আহ কি নির্মম ভাগ্য নিয়ে জন্মেছিলাম। মা সেদিন মরার আগে আমার মুখে একটু লবণ দিয়ে মরতে পারল না? তবে হয়তো এমন দিন দেখতে হতো না আমার। কোন দুঃখে যে বাবা আমার নাম রেখে ছিল তূবা কে জানে। অর্থ সুসংবাদ হলে কি হবে যেদিক দিয়ে যাই সেদিকেই খারাপ সংবাদ নিয়ে আসি। হায় কপাল আমার! কোন না কোন লোকের কাছে যাচ্ছি নিজের সতীত্ব কে তার কাছে শপে দিতে। বিনিময়ে তো টাকা পাবো। আর আমার আবার কিসের সতীত্ব। ধর্ষিতার কি সতীত্ব হয়?"All Rights Reserved