নিঝুম আর শাফাতের প্রথম দেখাটা যেমন মিষ্টতায় পরিপূর্ণ ছিল, তেমনি ওদের ভবিষ্যতটাও ছিল বেশ সম্ভাবনাময়। কিন্তু মানুষ যা পরিকল্পনা করে তার কতটুকুই বা পূরণ করতে পারে। কথা দিয়ে সব কথা কি সবাই রাখতে পারে? সৃষ্টিকর্তা কাকে কখন কেমন পরীক্ষায় ফেলেন তা কেবল তিনিই জানেন। সুন্দর, পরিকল্পিত আর সম্ভাবনার ভবিষ্যতটা কি পাবে ওরা?All Rights Reserved