২১ বছর বয়স রিহানের, ইউনিভার্সিটিতে পড়ে। শহীদুল্লাহ হলের এক্সটেনশন এক-এর গণরুমে থাকে। ঘুম থেকে একদিন বেলা করে উঠে দেখে ও মাছি হয়ে গিয়েছে। মাছি হওয়ার পর প্রথম চিন্তা আসার কথা কীভাবে আবার মানুষ হওয়া যায়, রিহান চিন্তা করছে কীভাবে মাছি হয়ে সুবিধা নেওয়া যায়। মাছি হলেও চিন্তা ভাবনা ওর মানুষের মতই আছে, তবে সেটা কিছুটা প্রশ্ন সাপেক্ষ। স্বাভাব িক মানুষ মাছি হয়ে গেলে নিশ্চই চিন্তা করবেনা কীভাবে উড়ে উড়ে আমেরিকা যাওয়া যায়? রিহান অথবা মাছিটা প্লেনে চড়ে বসেছে, সে আমেরিকা যাবে।All Rights Reserved