মুনের বিয়ের জন্য পাত্র দেখছে তার পরিবার। সারাজীবন ছেলে দেখে নাক সিটকানো মুন নাকি বিয়ের পাত্রে বসবে! তা শুনে খুনশুটি যেন থামেনা তার বান্ধবীদের। বিয়ের বায়োডাটা ঘাটতে গিয়ে একজনের চোখে তার চোখ আটকে যায়, হৃৎস্পন্দন বাড়তে থাকে। পুরুষদের রীতিমতো ঘৃণা করা মুনের বুকে ধীরে ধীরে জায়গা করে নেয় সে পুরুষ। হৃদয় জুড়ানোর পর দেহকাব্যিক মিলনমেলায় মুনের স্বপ্নপুরুষ তাকে আগলে রাখে, আর মুন আগলে রাখে তাকে পরম ভালোবাসায়।All Rights Reserved